Infinix GT 30! ইনফিনিক্স তাদের জিটি সিরিজে নতুন চমক হিসেবে GT 30 Pro নামের ফোনটি আনার প্রস্তুতি নিচ্ছে। তবে বিভিন্ন প্রযুক্তি সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এই সিরিজের আরেকটি ডিভাইস Infinix GT 30 নিয়েও তারা কাজ চালিয়ে যাচ্ছে।
ফোনটি ইতিমধ্যে EEC ও Geekbench-এর মতো আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেছে।নেটপাড়ায় গুঞ্জন উঠেছে, এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর। এবার ফোনটির নাম যুক্ত হলো FCC-এর তালিকাতেও। চলুন জেনে নিই এই আমেরিকান প্ল্যাটফর্মে Infinix GT 30 সম্পর্কিত কী কী তথ্য সামনে এসেছে।
Infinix GT 30 পেল FCC সার্টিফিকেশন
এফসিসি ডেটাবেসে X6876 মডেল নম্বর সহ ফোনটি অন্তর্ভুক্ত হয়েছে। এখানে নিশ্চিত করা হয়েছে যে, ফোনটিতে ৫,২০০ এমএএইচ ক্ষমতার একটি ব্যাটারি থাকবে যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যারা দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করেন, বিশেষত গেমার ও মাল্টিটাস্কারদের জন্য এটি হবে একটি চমৎকার সুবিধা।
এই সার্টিফিকেশন সাইট থেকে Infinix GT 30-এর সম্ভাব্য ডিজাইন সম্পর্কেও কিছু তথ্য প্রকাশ্যে পেয়েছে। তা ছাড়া পাওয়া গিয়েছে একটি ছবি, যেখানে দেখা গেছে ফোনটির পেছনে থাকবে GT 30 Pro-এর অনুরূপ আয়তাকার ক্যামেরা মডিউল, যার অবস্থান উপরের বাম কোণে। এই ক্যামেরা সেটআপে থাকবে দুটি সেন্সর এবং মাঝ বরাবর থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। এছাড়া ডিভাইসের ডান পাশে থাকবে ভলিউম রকার ও পাওয়ার বাটন।
র্যাম, স্টোরেজ ও প্রসেসরের দিক থেকে দৃষ্টিনন্দন সমন্বয়
এ পর্যন্ত যা জানা গিয়েছে তাতে বলা যায় Infinix GT 30 ফোনটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এছাড়াও কম দামের বাজার ধরতে ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণ এবং ৬ জিবি র্যামের আরও একটি ভ্যারিয়েন্ট দেখা যেতে পারে।
এর আগে Geekbench তালিকা থেকে জানা যায়, GT 30-এ থাকবে মিডিয়াটেকের শক্তিশালী Dimensity 7400 চিপসেট এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১৫। তবে কিছু রিপোর্ট অনুযায়ী, প্রো মডেলের মতো এতে গেমিং ট্রিগার বাটন নাও থাকতে পারে।
Infinix GT 30 আসবে কবে
যদিও Infinix-এর পক্ষ থেকে GT 30 নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে একাধিক সার্টিফিকেশন সাইটে ফোনটির উপস্থিতি থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এটি জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করতে পারে।
এই হ্যান্ডসেটটি যারা উচ্চ ক্ষমতা সম্পন্ন গেমিং ফোন বা ভারী কাজে ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য ডিভাইস খুঁজছেন, তাদের জন্য এটি পছন্দনীয়।