বাসা বা অফিসে আপনি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করছেন কিন্তু এর ধীরগতি নিয়ে আপনি খুশি নয়, এমন ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়। প্রায় সময় অনেক উচ্চগতির ইন্টারনেট প্যাকেজ নেয়ার পরও আমাদের কাঙ্খিত ইন্টারনেট পারফরম্যান্স পাওয়া যায় না। সহজ কিছু কৌশল সঠিকভাবে মানলেই ওয়াইফাই এর গতি দ্বিগুণ করা সম্ভব।
রাউটার সঠিক জায়গায় রাখুন
রাউটার যদি আপনি ঘরের এক কোণে অথবা নিচু জায়গায় অথবা কোথাও ব্লক পড়ে আছে এমন জায়গায় রাখেন। তবে তা বিভিন্নভাবে সিগন্যাল কে ব্লক করে। সেজন্য রাউটার যত্রতত্র রাখা যায় না । রাউটার রাখার কিছু টেকনিক হল
● একটি রুমের বা ঘরের মাঝামাঝি উঁচু স্থানে
● খোলা জায়গায় কোন দেয়াল অথবা অন্য কিছুর আড়ালে নয়
● যথা সম্ভব চেষ্টা করুন মাইক্রোওয়েভ ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে রাখার জন্য
রাউটার বদলান
আপনি যদি পুরনো কোন রাউটার ব্যবহার করে থাকেন যেটি পাঁচ বছর কিংবা তারও বেশি সময় পুরনো, তাহলে সহজে বুঝতে পারেন যে সেই রাউটার আজকের যে ডিভাইস সাপোর্ট, সেটা করতে পারবে না। আপনি যদি এখনো G সিরিজের পুরনো রাউটার ব্যবহার করেন তবে যথাসম্ভব সেটি পরিবর্তন করুন অর্থাৎ WIFI 5 ghz বা WIFI 6 ghz রাউটারে সেটিকে আপগ্রেড করুন।
চ্যানেল পরিবর্তন
একই এলাকার মধ্যে অনেক বেশি বা বহু রাউটার কাছাকাছি ফ্রিকোয়েন্সি চ্যানেল ব্যবহার করার ফলে সিগন্যাল ওভারল্যাপ করতে পারে। সেজন্য আপনি চাইলে
● রাউটারের সেটিংস এ গিয়ে ম্যানুয়ালি আপনি তার চ্যানেল পরিবর্তন করুন
● অথবা ওয়াইফাই অ্যানালাইজার অ্যাপ এ স্ক্যান করে ফাঁকা চ্যানেল নির্বাচন করুন
ডুয়াল ব্যান্ড
এখন থেকে আপনি ডুয়েল ব্যান্ডের রাউটার ব্যবহার করার চেষ্টা করুন। নতুন রাউটারগুলোতে 2.4ghz এবং 5ghz দুই ধরনের ব্যান্ড থাকে, যতটা সম্ভব 5ghz ব্যবহার করুন। এটি
● তুলনামূলক উচ্চগতির
● কাছাকাছি ব্যবহারের ফলে ভালো পারফরমেন্স পাওয়া যায় তাছাড়া কম ভিড় যুক্ত
আপডেট করুন
রাউটার নির্মাতা কোম্পানিগুলো Continuously Update দেয়ার চেষ্টা করে এবং আপডেট দেয়। যেটি বাগ ফিক্স ও পারফরম্যান্সের উন্নয়ন করে থাকে। সব সময় খেয়াল রাখবেন রাউটারে ওয়াইফাই ইন্টারফেস এ লগইন করে ফার্মওয়্যার আপডেট রাখার চেষ্টা করবেন।
এক্সটেন্ডার ব্যবহার করুন
ওয়াইফাই রেঞ্জ স্টেন্ডার ব্যবহার করতে থাকুন। সাধারণত দেখা যায় বড় বাসা বাড়িতে বা অফিসে রাউটারের রেঞ্জ পৌঁছায় না সেখানে ওয়াইফাই Wi-Fi Repeater বা Mesh System ব্যবহার করুন। এতে পুরো বাড়িতে কিংবা অফিসে সমান সিগন্যাল পাওয়া সম্ভব হতে পারে।
ডিসকানেক্ট রাখুন
অপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স ডিভাইস গুলো রাউটার থেকে ডিসকানেক্ট করে রাখার চেষ্টা করুন। ওয়াইফাই এর মধ্যে সংযোগ রয়েছে এমন বহু সংযুক্ত ডিভাইস অযথাই ব্যবহার করা হচ্ছে এবং সেগুলো ব্যান্ডউইথকে খেয়ে নিচ্ছে। সুতরাং রাউটারের ডিভাইসে ঢুকে ম্যানেজমেন্ট অপশন থেকে অপ্রয়োজনীয় বা Unnecessary সংযোগগুলোকে আপনি বিচ্ছিন্ন করে রাখুন।
গেস্ট নেটওয়ার্ক
অনেকের বাসা বাড়িতে দেখা যাচ্ছে একটি রাউটার থেকে মেহমানরা আসলে অথবা গেস্ট আসলে তারা একই রাউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করছে ফলে সেখানে চাপ সৃষ্টি হয়। সেজন্য বাড়িতে অতিথিদের জন্য একটি আলাদা গেস্ট নেটওয়ার্ক চালু করে রাখুন যেটি মূল নেটওয়ার্ক থেকে আলাদা হবে এবং মূল নেটওয়ার্কের উপর চাপ কম পড়বে। ফলে আপনি নিরবিচ্ছিন্ন সংযোগ পাবেন।