খিলা বাজারে জলাবদ্ধতা: সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের ভোগান্তি চরমে

খিলা বাজারের দুর্দশা! বর্ষা মৌসুম এলেই যেন দুর্ভোগ নেমে আসে কুমিল্লা জেলার, মনোহরগঞ্জ উপজেলার ৮ নং খিলা ইউনিয়নের, খিলা বাজার এলাকায়। একটু ভারী বৃষ্টি হলেই বাজারের মাঝখানে ও বিশেষ করে তরকারি বাজারে পানি জমে যায়। এতে যেমন ক্রেতা ও বিক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটে, তেমনি নষ্ট হয় বাজারের পরিবেশও।

বাজারটির প্রধান চলাচলের রাস্তায় পানি জমে থাকায় অনেকেই বাধ্য হয়ে জমে থাকা ময়লাযুক্ত পানিতে ভিজে  হাঁটতে বাধ্য হন। বিশেষ করে বয়স্ক এবং মহিলা ক্রেতাদের জন্য এটি হয়ে উঠেছে আরও কষ্টদায়ক। বাজারের নীচু অংশগুলোতে পানি জমে যাওয়ায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক সময় তরকারি ও ফলমূল পানিতে ভিজে নষ্ট হয়ে যায়, যা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকির কারণও হতে পারে।

বিশেষ করে কাঁচা বাজার এলাকায় সপ্তাহে দু-দিন মঙ্গলবার এবং শনিবার সাপ্তাহিক হাট বসে। এই সময় কর্দমাক্ত জায়গায় দোকানীদের দোকান নিয়ে বসতে হয়। সেই সাথে রয়েছে ক্রেতা বিক্রেতাদের কাঁদা পানির ভোগান্তি।  

খিলা বাজার
খিলা সাপ্তাহিক তরকারী বাজার

প্রতি বছরই  বর্ষা মৌসুমে একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এ অবস্থায় বাজার সংশ্লিষ্ট ও স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি দিয়ে  দ্রুত পঁয়-নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া আনা। কেননা চারপাশের কয়েকটি ইউনিয়ন তথা গ্রামের একটি মাত্র কেন্দ্রীয় বাজার এটি, যেখানে প্রতিদিন অসংখ্য ভোক্তা তথা কাস্টমারের আনাগোনা সহ লক্ষ লক্ষ টাকার ব্যবসায়ীক কেন্দ্রস্থল।

নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে এসে যদি মানুষ এমন ভোগান্তির মুখে পড়ে, তাহলে তা শুধু ব্যক্তি নয়, পুরো এলাকার অর্থনৈতিক ও সামাজিক জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে। সময় এসেছে, খিলা বাজারের জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধানের সাথে সাথে ব্যবসায়ীদের ব্যবসার সু-পরিবেশ তৈরি করার।

খিলা বাজারের অবস্থান

লাকসাম, নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ উপজেলার মধ্যখানে এই বাজারটি অবস্থিত। ভৌগলিক ভাবে এই জায়গাটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ। নাঙ্গলকোট উপজেলার সর্ব পশ্চিমে ও লাকসাম উপজেলার সর্ব দক্ষিণে ও মনোহরগঞ্জ উপজেলার সর্ব পূর্বে অর্থাৎ তিনটি উপজেলার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এই বাজারের মধ্য দিয়ে দক্ষিণে গিয়েছে ঢাকা নোয়াখালী হাইওয়ে সড়ক। সেই সাথে রয়েছে ঢাকা হতে লাকসাম হয়ে নোয়াখালী সোনাপুর পর্যন্ত রেললাইন এবং রয়েছে খিলা রেলওয়ে স্টেশন।

আরও পড়ুন  রয়েল এনফিল্ড! বাংলাদেশে দাম কত ২০২৫ – সর্বশেষ আপডেট

Leave a Comment