হোয়াটস অ্যাপ দুটি যে ভাবে ব্যবহার করবেন আপনার ফোনে

একটি স্মার্টফোনে দুটি আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা এখন খুবই সহজ। অনেক অ্যান্ড্রয়েড ফোনেই বর্তমানে ডুয়াল অ্যাপ বা অ্যাপ ক্লোন ফিচার রয়েছে, যার মাধ্যমে একই অ্যাপের দুটি ভিন্ন কপি চালানো সম্ভব। এই ফিচার ব্যবহার করে আপনি একই ফোনে দুইটি মোবাইল নম্বর দিয়ে দুটি হোয়াটসঅ্যাপ চালাতে পারেন—একটি ব্যক্তিগত কাজের জন্য, আরেকটি অফিসিয়াল ব্যবহারের জন্য।
এছাড়া, যদি ফোনে এই ফিচার না থাকে, তাহলে Parallel Space, Dual Space কিংবা Island এর মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও একই সুবিধা পাওয়া যায়।

এক ফোনেই দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহারের সহজ সমাধান

নিরাপদ ও দ্রুত যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এখন অন্যতম জনপ্রিয় মাধ্যম। ছবি, ভিডিও আদান-প্রদান থেকে শুরু করে অডিও ও ভিডিও কলের সুবিধা থাকায় এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে না এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া সত্যিই কঠিন।

তবে একটি স্মার্টফোনে একাধিক সিম ব্যবহারের সুযোগ থাকলেও, একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করা বেশ সমস্যার। অনেক ব্যবহারকারী বাধ্য হয়ে দুটি হোয়াটসঅ্যাপ চালাতে দুটি ফোন ব্যবহার করেন, যা ব্যয়বহুল ও ঝামেলাপূর্ণ।

ভালো খবর হলো, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা বেশিরভাগ স্মার্টফোনেই এখন ডুয়াল অ্যাপ বা অ্যাপ ক্লোন নামের ফিচার থাকে, যা ব্যবহার করে একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানো সম্ভব—কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। অনেকেরই এই সুবিধাটি সম্পর্কে ধারণা নেই, অথচ এটি খুবই সহজ ও কার্যকর।

তাই আলাদা ফোনের ঝামেলা ছাড়াই এখন একটি ফোনেই দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে—একটি ব্যক্তিগত, অন্যটি অফিসিয়াল প্রয়োজনে।

একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সহজ পদ্ধতি

একটি ফোনে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে চান? নিচে ধাপে ধাপে দেখানো হলো কীভাবে আপনি সহজেই এটি করতে পারবেন, কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই।

আরও পড়ুন  BOYA BY M1 MICROPHONE মোবাইল ও DSLR ক্যামেরায় ব্যবহার করার জন্য এটি স্বল্প বাজেটের মধ্যে সেরা একটি MICROPHONE।

প্রথমে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ এ্যাকাউন্ট যুক্ত করুনঃ

১. ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. উপরের ডান কোণে থাকা তিনটি ডট আইকনে ট্যাপ করুন।
৩. Settings অপশনে প্রবেশ করুন।
৪. সেখান থেকে Accounts নির্বাচন করুন।
৫. এবার Add account-এ ট্যাপ করুন।
৬. শর্তাবলীতে সম্মতি দিয়ে Continue ট্যাপ করুন।
৭. এখন নতুন একটি মোবাইল নম্বর দিয়ে দ্বিতীয় অ্যাকাউন্টটি সেটআপ করুন।

এবার শিখে নেই কীভাব দুটি এ্যাকাউন্টের মধ্যে স্যুইচ করবেন

১. আবার হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. উপরের ডান কোণের তিন ডটে ট্যাপ করুন।
৩. Switch accounts অপশনে যান।
৪. যেটি ব্যবহার করতে চান, সেই অ্যাকাউন্টটি নির্বাচন করুন।

এই পদ্ধতিতে আপনি একটি ফোনেই ব্যক্তিগত ও অফিসিয়াল—দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সহজেই চালাতে পারবেন।

Leave a Comment